সঞ্জীব মল্লিক, বাঁকুড়া:- আজ লক্ষ্মী পুজো বাংলার ঘরে ঘরে কোজাগরী লক্ষ্মী আরাধনায় সকলেই মেতে উঠবেন, কিন্তু তার আগেই লক্ষ্মী প্রতিযোগিতায় মেতে উঠলেন বাঁকুড়া শহর। এদিন বাঁকুড়া সদর থানার অন্তর্গত গোপিনাথপুরে বীরেন্দ্র চিত্রকলা মন্দির বিদ্যালয়ে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। মূল উদ্যোক্তা ছিলেন স্কুলের শিক্ষক সুখময় দাস। এই প্রতিযোগিতায় ছোট ছোট মেয়েরা অংশগ্রহণ করেছিল। প্রত্যেকেই মা লক্ষ্মীর সাজে নিপুণভাবে নিজেকে সাজিয়ে তুলেছিলেন। এই প্রতিযোগিতায় পনেরো জন প্রতিযোগী অংশগ্রহণ করেছিলেন। প্রতিযোগিতা দুটি গ্রুপে ভাগ করে অনুষ্ঠিত হয়েছিল। সন্ধ্যায় লক্ষ্মীপুজো সকলেই মেতে উঠবেন কিন্তু তার আগে লক্ষ্মী প্রতিযোগিতায় সকলেই মেতে উঠেছেন।
বিচারক পার্থপ্রতীম চৌধুরী ও রবীন পালের বিচারে লক্ষী সাজো প্রতিযোগিতায় ক বিভাগে প্রথম হয়েছেন আয়ুর্ধা দত্ত, দ্বিতীয় হয়েছে তঞ্জনা পাল, তৃতীয় অনুষ্কা দে এবং খ বিভাগে প্রথম হয়েছে দেবারতী চ্যাটার্জী, দ্বিতীয় হয়েছে আয়ুশি দত্ত, তৃতীয় প্রিয়া পাল প্রত্যেককেই সম্মানীয় পুরস্কারে পুরস্কৃত করা হয়। সুখময় দাস বলেন প্রতি মেয়েরাই তো মায়ের মত, সকল মেয়েকে আমি লক্ষী বলেই মনে করি। লক্ষ্মী মায়ের প্রতীক হিসেবে তারা রয়েছে । লক্ষ্মীপূজো কে কেন্দ্র করে একটা সাজো সাজো ভাব আর এই সাজো সাজো ভাব ফুটিয়ে তুলতে এই প্রতিযোগিতা অনুষ্ঠানের আয়োজন করা। এছাড়াও তিনি বলেন আজকের অনুষ্ঠানে ভালো সাড়া মিলেছে এবং অনেকেই বলেছেন আমরা এ বছর আসতে পারিনি আগামী বছর অংশগ্রহণ করব। সংগীতা দত্ত নামে এক অভিভাবক বলেন, সুখময় বাবু যে লক্ষ্মী সাজো প্রতিযোগিতার আয়োজন করেছেন এটা খুবই ভালো উদ্যোগ। আগামী দিনে কোন সাহায্যের প্রয়োজন হলে অবশ্যই সাহায্য করব। প্রিয়া পাল নামে এক প্রতিযোগী বলেন, এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করে আমার খুবই ভালো লেগেছে আগামীদিনেও এ ধরনের প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে চাই।