সংবাদদাতা, কলকাতাঃ- পাচার হওয়ার আগেই প্রচুর পরিমান সোনার বিস্কুট বাজেয়াপ্ত করা হল। যার বাজার মূল্য প্রায় ৪ কোটি ২৮ লক্ষ টাকা। ‘ডিরেক্টরেট অব রেভেনিউ ইন্টেলিজেন্স’ বিভাগ গ্রেপ্তার করেছে এই সোনা পাচারকারীদের। সুত্রের খবর পাচারকারীরা প্রত্যেকেই মিজোরামের বাসিন্দা। ডি আর আই অফিসারদের কাছে এক গোপন সূত্রে খবর আসে, মিজোরাম থেকে জলপাইগুড়ি হয়ে কলকাতায় পাচার করা হবে এই সোনা। খবর পেয়ে এদিন জলপাইগুড়ি ষ্টেশনে পৌঁছায় অফিসারেরা। ষ্টেশনে পৌঁছে তারা সন্দেহভোজন ৬ জনকে নিজেদের হেপাজতে নেয় ডি আর আই বিভাগ। জিজ্ঞাসাবাদের পর চলে জোরদার তল্লাশি। সেইসময় পাচারকারীদের কাছ থেকে উদ্ধার করা হয় বিপুল পরিমান সোনা। এরপরই সেখান থেকে তাদের গ্রেপ্তার করা হয়। পাচারকারীদের কাছ থেকে মোট ৫২ টি সোনার বিস্কুট উদ্ধার হয়। যার ওজন প্রায় ৯ কেজি ৪০০ গ্রাম। যার আনুমানিক বাজার মূল্য ৪ কোটি ২৮ লক্ষ টাকা। অফিসার সুত্রের খবর ওই সোনার বিস্কুট কাঞ্চঞ্জংঘা এক্সপ্রেসে কলকাতায় আসার কথা ছিল। কিন্তু এর আগেই তল্লাশি চালিয়ে সোনার বিস্কুট বাজেয়াপ্ত করে ডি আর আই বিভাগ।