সংবাদদাতা, বর্ধমানঃ- প্রতি সপ্তাহে আর রেশন দেওয়া হবে না। চালু হচ্ছে মাসে একদিন রেশন। বৃহস্পতিবার বর্ধমানে প্রশাসনিক বৈঠকে এসে একথা জানিয়ে গেলেন রাজ্যের খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। এদিন বর্ধমানের সংস্কৃতি লোকমঞ্চে জেলার সরকারী মুল্যে ধান কেনা, রেশন সংক্রান্ত বিষয় এবং জেলার রাইসমিলারদের নিয়ে বৈঠক করেন। সাংবাদিকদের তিনি জানিয়েছেন, খুব শীঘ্রই রাজ্য সরকার মাসে একদিন রেশন সংক্রান্ত বিষয়ে বিজ্ঞপ্তি জারী করতে চলেছে। এতে গ্রাহকরা উপকৃত হবেন বলে তিনি জানিয়েছেন। এরই পাশাপাশি তিনি জানিয়েছেন, প্রত্যেকটি রেশন দোকানেই ই-পস মেশিনের মাধ্যমেই মাল দেওয়া হবে। খাদ্যমন্ত্রী এদিন জানিয়েছেন, এবছর গোটা রাজ্যে ৫২ লক্ষ মেট্রিক টন ধান কেনার লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে। এখনও পর্যন্ত সাড়ে বারো লক্ষ মেট্রিক টন ধান কেনা হয়েছে। এদিন বৈঠকে হাজির ছিলেন মুখ্যমন্ত্রীর কৃষি উপদেষ্টা প্রদীপ মজুমদার, রাজ্য খাদ্য দপ্তরের সচীব মনোজ আগরওয়াল, সহ জেলা পরিষদের সভাধিপতি শম্পা ধাড়া, জেলাশাসক বিজয় ভারতী, জেলা পুলিশ সুপার ভাস্কর মুখোপাধ্যায় সহ জেলা প্রশাসনের আধিকারিকরা।
Home Flash News প্রতি সপ্তাহের বদলে রেশন দেওয়া হবে মাসে একদিন বললেন রাজ্যের খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয়...