eaibanglai
Homeএই বাংলায়আদ্রা জি আর পি র তৎপরতায় ব্যাগ ভর্তি টাকা ফেরৎ ...

আদ্রা জি আর পি র তৎপরতায় ব্যাগ ভর্তি টাকা ফেরৎ পেলেন অবসরপ্রাপ্ত সেনাকর্মী

জয়প্রকাশ কুইরি, পুরুলিয়া : পুরুলিয়া জেলার আদ্রা রেল স্টেশন এক অবসরপ্রাপ্ত সেনা কর্মী ভুল বসত অন্য ট্রেনে উঠে যায় ও পরে ট্রেন ছেড়ে দেয় যখন জানতে পারে তখন কোন রকমে চলন্ত ট্রেন থেকে নেমে পড়েন তিনি কিন্তু তার ব্যাগ ছেড়ে। যখন ট্রেন প্রচন্ড গতি বেগে আদ্রা স্টেশন ছেড়ে মেটাল শহর ও ইন্দ্রবিল স্টেশন দিকে ছুটছে ।তখন তিনি নিরুপায় হয়ে আদ্রা জি আর পি অফিস ছুটে যান ঐ ব্যক্তি এবং সম্পূর্ণ ঘটনা জানান আদ্রা জি আর পি ভারপ্রাপ্ত ওসি সেখ রবিউদ্দিন কে| সঙ্গে সঙ্গে তিনি কর্তব্যরত মেটাল শহর স্টেশন থাকা জি আর পি দের খবর দেন, খবর পাওয়া মাএ ট্রেন আসতে উঠে পরে পুলিশ কর্মীরা, শুরু করে তদন্ত, কিছুক্ষন পর খুঁজে পান ব্যাগটি। এর পর ব্যাগটি নিয়ে আসে কর্তরত সেই এ এস আই রাজীব সিংহ, সিভিক চন্দন কুম্ভকার, রাজীব সরখেল, সমীরন কুন্ডু,বাপী গোস্বামী, সুখেন দাস এবং ওসি র হাতে জমা দেন । জি আর পি ওসি সেখ রবি উদ্দিন বলেন এর পর ঐ ব্যক্তি অথাৎ অবসরপ্রাপ্ত সেনা কর্মী তাপস কুন্ডু বাড়ি ছাতনায় তার সমস্ত নথি দেখে তার হাতে ব্যাগ তুলে দেওয়া হয়। তিনি আর জানান গত জুন মাসে তাপস বাবু অবসর নেন চাকরি জীবন থেকে এবং সেই অবসরকালীনের পাওনা টাকার মধ্যে ঐ ব্যাগে 4 লক্ষ টাকা নিয়ে আসানসোল যাওয়া কথা ছিল তার কিন্তু ভুল বসত খড়গপুর গামী ট্রেনে উঠে পড়েন তিনি | ঘটনাটি ঘটে বুধবার 680044 নাম্বার ট্রেনে। নিজের টাকা আদ্রা জি আর পি র সহযোগিতায় ফেরত পেয়ে তাপস বাবু জি আর পি সকল কর্মরত পুলিশ কর্মী দের ধন্যবাদ জানান |

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments