এই বাংলায় ডেস্ক:-
সবকিছু ঠিকঠাক ছিল আর পাঁচটা দিনের মতোই। হঠাৎ ই প্রবল বিস্ফোরণ। কোথায়? গুজরাটে।
গুজরাটের ভদোদরাতে প্রবল বিস্ফোরণ হল। এই ঘটনাটিকে কেন্দ্র করে তৈরি হয়েছে ব্যাপক উত্তেজনা। কী করে হল এত বড়ো বিস্ফোরণ?!
এক সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে যে, একটি গ্যাস প্লান্টে প্রবল এই বিস্ফোরণের ঘটনাটি ঘটেছে।
ভদোদরার একটি ইন্ড্রাস্ট্রিয়াল অ্যান্ড মেডিক্যাল ম্যানুফ্যাকচারিং কোম্পানিতে এই বিপুল বিস্ফোরণ হয়েছে। এই ঘটনার ফলে বহু মানুষ আহত হয়েছেন আর ঘটনাস্থলেই পাঁচ জন মারা গেছেন।
পুলিশের তরফ থেকে জানা গেছে যে বেলা ১১ টা নাগাদ পাদ্রার এইমস ইন্ড্রাস্ট্রি লিমিটেডে এই দুর্ঘটনাটি ঘটেছে। এই কোম্পানিটিতে O2, CO2 ইত্যাদি নানা ধরণের গ্যাস নিয়ে কাজ করা হয় বলেই এই বিস্ফোরণটি ঘটেছে বলে প্রাথমিকভাবে পুলিশ অনুমান করছেন। ঐ স্থানে দমকল চলে গেছে ও এখন উদ্ধারকাজ ও শুরু হয়ে গেছে বলে জানা যাচ্ছে।