আইনি নোটিস সৃজিৎ মুখোপাধ্যায়কে, বন্ধ করতে হবে গুমনামী ছবির শ্যুটিং

595

বিনোদন ডেস্ক, এই বাংলায়ঃ সৃজিৎ মুখোপাধ্যায়ের আগামী ছবি নিয়ে নানা মহলে জল্পনা শুরু হয়েছিল প্রথম থেকেই। চলতি বছরের মাঝেই প্রকাশ্যে এসেছিল এই ছবির খবর। শুভ মহরতের পর ছবি পোস্ট করেছিলেন খোদ পরিচালক। ছবির নাম গুমনামী। নেতাজি অন্তর্ধান রহস্য থেকে শুরু করে গুমনামী বাবার পরিচয়, একে একে সামনে উঠে আসা সকল তথ্যই প্রকাশ্যে আনা হবে এই ছবির চিত্রনাট্যের মধ্যে দিয়ে। কিন্তু এই ছবির টিজার মুক্তি পাওয়ার পরই সামনে প্রতিবাদে সরব হয়ে নোটিস পাঠালেন এক ব্যক্তি। নেতাজি ভক্ত ওই ব্যক্তির নাম দেবব্রত রায়। টিজার দেখা মাত্রই সোজা আইনি চিঠি পাঠিয়ে দিলেন সৃজিৎ মুখোপাধ্যায়কে। প্রকাশ্যেই তিনি অভিযোগ জানান, এই ছবিতে যেভাবে তুলে ধরা হচ্ছে তা কাল্পনিক, আরোপিত ও হাস্যকর। সম্প্রতিই এই অভিযোগ নিয়ে এসে শ্যুটিং বন্ধের কথাও জানান তিনি।এখানেই শেষ নয়। তিনি তাঁর আইনি চিঠিতে মুখার্জি কমিশনের উল্লেখও করেন। সেখানেই বলা হয়েছে যে গুমনামী বাবা ও সুভাষচন্দ্র বসুর কোনও মিল নেই। ফলে তাঁর দাবি মানুষের কাছে ভুল তথ্য পৌঁচ্ছতে পারে। তাই তড়িঘড়ি এই ছবি বন্ধ করার জন্য তিনি চিঠি পাঠান ছবির পরিচালককে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here