সংবাদদাতা, জীবনতলা :- রবিবার রাতে জীবনতলা থানার পুলিশ ও বারুইপুর জেলা পুলিশের স্পেশাল অপারেশন গ্রুপ অভিযান চালায় । অভিযানে নেতৃত্ব দেন জীবনতলা থানার ওসি সুভাষ ঘোষ ধৃত আকবর সরদারের বাড়িতে। উদ্ধার হয়েছে তিনটি হাতে তৈরি বন্দুক, একটি লম্বা পাইপ গানও একটি সেভেন এমএম পিস্তল। তাছাড়াও ধৃত ব্যক্তির কাছ থেকে মিলেছে দুটি গুলি, ছটি পিস্তলের তৈরি সরঞ্জাম এবং প্রায় চার কেজি বন্দুকের গুলি তৈরির পাউডার। এছাড়াও দুটি মোবাইল ফোন সহ বেআইনি অস্ত্র কারখানা চালানোর বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করেছে পুলিশ। ধৃত আকবর সরদারের সঙ্গে আমিন সাপুই নামে আরো এক ব্যক্তি এই অস্ত্র কারখানা চালাতে বলে জানতে পেরেছে পুলিশ। গ্রেপ্তার করা হয়েছে তাকেও। মেহেদী হাসান নামে এক ব্যক্তি এই বিষয়ে জীবনতলা থানা তে ধৃতদের বিরুদ্ধে অস্ত্রর আইন ২৫,২৭ ও ৩৫ এই তিনটি ধারায় মামলা রুজু করে। তাছাড়া ও বিস্ফোরক আইনে মামলা করা হয়েছে। ধৃতদের সোমবার আলিপুর আদালতে তোলা হয়। জীবনতলা থানার পুলিশ হেফাজতে নেওয়ার আর্জি জানাবেন। পুলিশের জেরাতের ধৃতরা স্বীকার করেছেন এরা মূলত অস্ত্র তৈরি করে বিভিন্ন এলাকায় তা সরবরাহ করতো। এ বিষয়ে বারুইপুর জেলা পুলিশের পুলিশ সুপার রশিদ মুনির খান বলেন, ধৃতদের জিজ্ঞাসাবাদ করে আরো সূত্রে জানার চেষ্টা করা হচ্ছে।