সংবাদদাতা, উত্তর ২৪ পরগনাঃ- একটি গ্রামীণ ফুটবল টুর্নামেন্ট খেলা কে কেন্দ্র করে গন্ডগোল। উভয়পক্ষের মারামারিতে উত্তেজনা এলাকায়। আর ওই খেলাকে কেন্দ্র করে মাঠে চলে কয়েক রাউন্ড গুলি। ঘটনাটি ঘটেছে, উত্তর 24 পরগনা জেলার মিনাখা ব্লকের বামুনপুকুর এলাকায়। ঘটনা সূত্রে জানা যায়, মিনাখা বামন পুকুর এলাকার মাঠে চলে একটি ফুটবল টুর্নামেন্ট খেলা। যেখানে ওই মাঠে প্রতিযোগি হিসাবে খেলছিলেন কুমারজলা ও ছোয়ানি নামে দুটি দল। এরপরে খেলাকে কেন্দ্র করে উভয় পক্ষের মধ্যে বেঁধে যায় গন্ডগোল। আর এই গন্ডগোল কে কেন্দ্র করে কুমারজলা দলের সমর্থক মাঠে এসে অন্য দলের উপরে হামলা চালায় বন্দুক নিয়ে। আর মাঠে ছোড়ে কয়েক রাউন্ড গুলি। তবে তাদের ছোঁড়া গুলিতে আহত হয়নি কেউ।