সংবাদদাতা, বর্ধমানঃ- সাতসকালে বোমা উদ্ধারকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ালো বর্ধমান পৌরসভার ২৬ নং ওয়ার্ডের গোদা মাঝের পাড়া এলাকায়। বর্ধমান থানার পুলিশ পৌঁছে ঘটনাস্থল থেকে ২ দুটি তাজা বোমা উদ্ধার করে। এলাকায় অশান্তি ও ভয়ের বাতাবরণ সৃষ্টির লক্ষ্যেই দুস্কৃতকারীরা এই বোমাগুলি রেখেছে বলে দাবী স্থানীয়দের। কোথা থেকে এল বোমাগুলি বা কারা রাখলো বোমাগুলি তার তদন্ত শুরু করেছে পুলিশ। উল্লেখ্য, কয়েকদিন আগেই গোটা এলাকা থেকে আরও দুটি তাজা বোমা উদ্ধার হয়। সকালে পুরসভার সাফাই কর্মীরা গিয়ে দেখেন দুটি তাজা বোমা। পরে পুলিশ গিয়ে তা উদ্ধার করে। ফের বুধবার সকালে আবার দুটি বোমা পাওয়া যাওয়ায় চাঞ্চল্য ছড়িয়েছে।