সংবাদদাতা, নদিয়াঃ-
মিড ডে মিলে সরকারি বরাদ্দ অনুযায়ী খাবার না দিয়ে বিস্কুট, পাউরুটি ইতাদ্যি জাতীয় খাবার দেওয়ার অভিযোগ উঠল বিদ্যালয়ের প্রধান শিক্ষকের ওপর। এই ঘটনাটি জানার পরই তেহট্ট থানার রামজীবনপুর প্রথমিক বিদ্যালয়ের অভিভাবকেরা বিক্ষোভ দেখাতে শুরু করেন। স্থানীয় সূত্রে জানা গেছে ওই স্কুলে মোট ছাত্র, ছাত্রীর সংখ্যা ৭০ এবং শিক্ষক হলেন মাত্র ৫ জন। অভিভাবকদের অভিযোগ, বেশ কিছুদিন ধরে স্কুলে মিড ডে মিলের রান্নায় হয়নি। তার বদলে ছাত্র, ছাত্রীদের বিস্কুট, পাউরুটি খেতে দেওয়া হচ্ছে। কেন এই রকম খাবার দেওয়া হচ্ছে কারন জানতে সমস্ত অভিভাবকেরা স্কুলে যান। এর মধ্যে কিছু সংখ্যক অভিভাবকেরা স্কুলের প্রধান শিক্ষকের সঙ্গে দেখা করতে যান। কিন্তু প্রধান শিক্ষক অনিল কুমার মণ্ডল অভিভাবকদের সঙ্গে খারাপ ব্যবহার করেন। কিচুক্ষন পর ওই অভিভাবকেরা বাইরে এসে বাকি অভিভাবকদের ব্যাপারটি জানান। তারপরই উত্তেজিত অভিভাবকেরা প্রধান শিক্ষকের রুমে ব্যাপক বিক্ষোভ দেখাতে শুরু করেন। অভিভাবকদের মতে স্কুলের প্রধান শিক্ষক হল একজন শাসক দলের নেতা। অনিল বাবু রাজনৈতিক প্রভাব খাটিয়ে আমাদের সঙ্গে খারাপ ব্যবহার করেছেন। অভিভাবকদের অভিযোগ, মিড ডে মিলের পাশাপাশি স্কুলে নিয়মিত লেখাপড়া হয়না। অথচ প্রধান শিক্ষক রিপোর্ট পাঠাচ্ছেন নিয়মিত মিড ডে মিল দেওয়া হচ্ছে ছাত্র, ছাত্রীদের। এই বিষয়ে তেহট্ট ১ নং ব্লকের বিডি ও অচ্যুতানন্দ বলেন, “ওই স্কুলের মিড ডে মিল ঠিকঠাক দেওয়া হত না বলে এরকম অভিযোগ আমাদের কাছে এসেছে। আমরা এই ব্যাপারে তদন্ত চালাচ্ছি”।