আগামী তিন মাসে গরমের প্রাবল্যে জনজীবন ব্যাহত হওয়ার আশঙ্কা

22

এই বাংলায় ওয়েব ডেস্কঃ- এবার গ্রীষ্মে নাজেহাল হতে পারে দেশবাসী। এমনটাই জানাচ্ছেন আবহাওয়া বিশেষজ্ঞরা। তাঁদের মতে গত ১২২ বছরের মধ্যে এই বছরের ফেব্রুয়ারি ছিল সবচেয়ে উষ্ণতম। এর আগে, ১৯০১ সালের ফেব্রুয়ারিতে এমন তাপমাত্রা রেকর্ড লক্ষ্য করা হয়েছিল। আগামী তিন মাসও তাপমাত্রার রেকর্ড ভাঙতে পারে বলে অনুমান তাঁদের। ১লা মার্চ থেকে, আবহাওয়া অধিদপ্তর সারা দেশের জন্য তাপপ্রবাহের রঙ-কোডেড সতর্কতাও জারি করবে।

আবহাওয়া বিশেষজ্ঞরা বলছেন উত্তর-পূর্ব, পূর্ব এবং মধ্য ভারতের পাশাপাশি উত্তর-পশ্চিম অঞ্চলের গড় তাপমাত্রা অন্যান্য বছরের মার্চ মাসের তুলনায় বাড়বে। আগামী তিন মাসে দেশে তাপমাত্রার প্রাবল্য বৃদ্ধির কারণে জনজীবন ব্যাহত হবে। তাপপ্রবাহের প্রভাব দেখা যাবে, বিশেষ করে দক্ষিণ ভারত, মধ্য ভারতের কিছু অংশ, পশ্চিম ভারত এবং উত্তর ভারতে।

কয়েক বছর আগেও মার্চে হোলির পর পর্যন্ত ঠান্ডার প্রভাব দেখা গেলেও এবার দেখা যাচ্ছে উল্টো। দেশের অনেক অংশে সর্বাধিক তাপমাত্রা ৩৫-৩৭ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছে গেছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here