নিজস্ব সংবাদদাতা, দুর্গাপুরঃ- ফের দুর্গাপুর স্টেশন সংলগ্ন এলাকা থেকে সজারু উদ্ধার হল। শনিবার সকালে কোকওভেন থানার অন্তর্গত কল্পতরু কলোনি সংলগ্ন রেল লাইনের ধারে একটি সজারুকে আহত অবস্থায় পড়ে থাকতে দেখেন স্থানীয় বাসিন্দারা। তড়িঘড়ি তাঁরা খবর দেন পশুপ্রেমী দেবাশীষ মজুমদারকে। খবর দেওয়া হয় দুর্গাপুরের বন দফতরকে। দেবাশীষবাবু খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছন ও আহত সজারুটিকে উদ্ধার করে বনদপ্তরে নিয়ে যান। দুর্গাপুর সমাজভিত্তিক বনসৃজন দফতরের আধিকারিক পঞ্চানন রক্ষিত জানিয়েছেন,সজারুটির পায়ে ও মাথায় আঘাত রয়েছে। সজারুটির চিকিৎসার প্রয়োজন। খুব তাড়াতাড়ি সুস্থ করে সজারুটিকে ফের জঙ্গলে তার স্বাভাবিক জীবনে ছেড়ে দেওয়া হবে। প্রসংগত গত জুলাই মাসেই দুর্গাপুর স্টেশন সংলগ্ন রেল গেট এলাকা থেকে একটি সজারুকে উদ্ধার করেছিল দুর্গাপুর বন দফতরের কর্মীরা। পঞ্চাননবাবুর মতে করোনার কারণে দীর্ঘদিন লকডাউন চলায় লোকালয়ে এই সমস্ত প্রাণীদের অবাধ বিচরণ বেড়েছে। এরা মূলতঃ রাতের অন্ধকারে শিকারের খোঁজে বেরোয়। দিনের আলোয় সাধারণত এদের দেখা যায় না। অন্যদিকে পশুপ্রেমী দেবাশীষ মজুমদার জানান আত্মরক্ষার জন্য এদের শরীরে থাকা বিশেষ কাঁটা অত্যন্ত ভয়ঙ্কর। এদিকে প্রকাশ্যদিবালকে কাঁটাওয়ালা প্রাণীটিকে দেখতে ভিড় জমিয়েছিল কৌতুহলী মানুষ।