সংবাদদাতা, বাঁকুড়াঃ- বর্তমান পরিস্থিতিতে যখন কেউ কেউ এই শান্তির বাংলায় হিন্দু-মুসলিম সাম্প্রদায়িকতাকে উস্কে দিয়ে অশান্তির বাতাবরণ তৈরি করার চেষ্টা করছেন তখন সম্প্রীতির ছবি উঠে এলো বাঁকুড়া জেলার ইন্দাস ব্লকের করিশুন্ডা অঞ্চলের সিমুলিয়া গ্রামে। যেখানে দেখা যাচ্ছে হিন্দু-মুসলিম উভয় সম্প্রদায়ের যুবকরা একত্রে মিলিত হয়ে বিশ্বকর্মার আরাধনায় মেতে উঠেছেন। একসঙ্গে পুজোর সমস্ত জোগাড় করা পূজোর ফল কাটা সব কিছুই কাঁধে কাঁধ মিলিয়ে আনন্দের সহিত সকলে করলেন এবং মেতে উঠলেন বিশ্বকর্মা পূজোতে। এ বছরই তারা প্রথম এই বিশ্বকর্মা পুজোর আয়োজন করলেন তাদের এই পুজো দেখতে আশেপাশের গ্রাম থেকে ও সাধারন মানুষরা ভিড় জমাচ্ছেন। বাপন সাহা ও সেখ মহিউদ্দিনরা বলেন, আমরা হিন্দু মুসলিম উভয় সম্প্রদায়ের যুবকরা যৌথভাবে এই বিশ্বকর্মা পুজোর আয়োজন করেছি। আমাদের মধ্যে কোন ভেদাভেদ নেই আমরা সকলেই একে অপরের পরিপূরক।
Home Flash News বিশ্বকর্মা পুজো কে কেন্দ্র করে হিন্দু মুসলিম সম্প্রীতির মেলবন্ধন ইন্দাসের সিমুলিয়া গ্রামে