সংবাদদাতা, দুর্গাপুরঃ- আগামী ৫ই আগস্ট অযোধ্যায় রাম মন্দিরের ভিত্তিস্থাপন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আর এই অনুষ্ঠানের জন্য গোটা ভারতবর্ষ থেকে মোট ৫২ টি পবিত্র স্থান থেকে জল ও পবিত্র মাটি সংগ্রহ করে নিয়ে যাওয়া হচ্ছে বিশ্ব হিন্দু পরিষদের পক্ষ থেকে। বিশ্ব হিন্দু পরিষদের পক্ষ থেকে আজ এই উদ্দেশ্যে জয়দেব কেন্দুলি পবিত্র অজয় ঘাট থেকে মাটি ও জল বিধিসম্মতভাবে হিন্দুশাস্ত্র অনুসারে সংগ্রহ করা হয়। আজই রাজধানী এক্সপ্রেসে করে অযোধ্যার উদ্দেশ্যে রওনা হবে।

আজ সকালে বিশ্ব হিন্দু পরিষদের আসনসোল শাখার বেশ কয়েকজন কর্মী জয়দেব কেন্দুলি ঘাট থেকে হিন্দুশাস্ত্র অনুসারে অজয় ঘাট থেকে পবিত্র জল ও মাটি সংগ্রহ করে ও শ্রীরামের জয়ধ্বনী দিতে দিতে নিয়ে যান আসানসোল রেল স্টেশন এর উদ্দেশ্যে। আজই বিশ্ব হিন্দু পরিষদের কর্মকর্তারা ওই পূর্ণ কলস ও মাটি নিয়ে রাজধানী এক্সপ্রেসে করে রওনা দেবেন অযোধ্যার উদ্দেশ্যে। এই অনুষ্ঠানের মূল সঞ্চালনা করেন আসানসোল জেলা বিশ্ব হিন্দু পরিষদের সহ-সম্পাদক সঞ্জয় রাম। তিনি জানিয়েছেন তারা ভারতবর্ষের গৌরবময় স্থান ও পবিত্র ভূমি জয়দেব কেন্দুলি এই অজয় ঘাট থেকে পবিত্র মাটি ও জল সংগ্রহ করে নিজেদেরকে ধন্য মনে করছেন। আগামী ৫ই আগস্ট মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রাম জন্মভূমি ক্ষেত্রে শ্রী রাম মন্দিরের নির্মাণ প্রকল্প শুরু করার ভিত্তিস্থাপন করবেন। এই অনুষ্ঠানকে ঘিরে উদ্দীপনা ছিল চোখে পড়ার মতন জয়দেব কেন্দুলি ঘাটে।
