সংবাদদাতা, পানাগড়ঃ- পানাগড় বাজারে এক ব্যক্তির বাড়ি সহ শোরুম নিজেদের দখলে নিল একটি রাষ্ট্রায়ত্ত ব্যাংক। জানা গেছে পানাগর একটি রাষ্ট্রায়ত্ত ব্যাংক থেকে ২০০৩ সালে এক কোটি টাকার উপর লোন নিয়ে বাড়ি শোরুম ও বিভিন্ন অফিস তৈরি করেন পানাগরের এক ব্যবসায়ী। দীর্ঘদিন ধরে লোনের টাকা শোধ না দেওয়ায় ব্যাংক এর তরফ থেকে বারবার ওই ব্যক্তিকে নোটিশ করা হলেও নোটিশের কোন সদুত্তর পাওয়া যায়নি ফলে বাধ্য হয়ে ব্যাংক কর্তৃপক্ষ আজ পানাগর বাজারে ওই ব্যক্তির বাড়ি শোরুম সমস্ত অফিস সিল করে দিয়ে যায়। কোন অপ্রীতিকর ঘটনা এড়াতে মোতায়েন করা হয়েছিল কাঁকসা থানার বিশাল পুলিশবাহিনী ছিল কমব্যাট ফোর্স। ঘটনার সাক্ষী হিসাবে বিডিও সুদীপ্ত ভট্টাচার্য ঘটনাস্থলে উপস্থিত থাকেন। ঘটনার আগেই গা ঢাকা দেন ওই ব্যক্তি।