সংবাদদাতা, বাঁকুড়াঃ- টানা বৃষ্টিতে ভেঙে পড়ল একটা বাড়ি। ঘটনাটি ঘটেছে আজ সকাল নাগাদ বাঁকুড়া জেলার ইন্দাস ব্লকের দশরথবাটি গ্রামে। যদিও এই ঘটনায় হতাহতের কোন ঘটনা ঘটেনি বলে স্থানীয় সূত্রে জানা যায়। ঘরের যাবতীয় জিনিসপত্র সব নষ্ট হয়ে গেছে। জানা যায় কৃষ্ণ চন্দ্র মেদ্যা তার স্ত্রী ও ছেলেকে নিয়ে এই বাড়িতেই থাকতেন। অসহায় সম্বল এই বাড়িটুকু হারিয়ে নিঃস্ব হয়ে পড়েছেন গোটা পরিবার।
বাড়ির মালিক কৃষ্ণ চন্দ্র মেদ্যা বলেন, স্ত্রী ও ছেলেকে নিয়ে কোনো রকম প্রাণে বেঁচে গেছি। এই মূহুর্তে থাকার সম্বল টুকু প্রকৃতিক কেড়ে নিয়েছে। এখন আর থাকার কোনো জায়গা নেই। তবে কোনভাবে সরকারি সাহায্য পেলে খুবই উপকৃত হবেন বলে জানান তিনি। যদিও এই ঘটনার পাওয়া মাত্রই বাঁকুড়া হিতৈষীর কর্মীরা ওই পরিবারের পাশে এসে দাঁড়িয়েছেন এবং পাঁচ দিনের খাদ্য সামগ্রী পাঠিয়েছেন। তার পাশে এসে দাঁড়িয়েছেন ইন্দাস ব্লকের তৃণমূল কংগ্রেসের যুগ্ম আহ্বায়ক শেখ হামিদও। শেখ হামিদ বলেন, আমরা এই পরিবারের পাশে আছি এবং পরবর্তীতে যাতে সম্পূর্ণ ক্ষতিপূরণ পায় সেই ব্যবস্থা করছি।