সংবাদদাতা, মুর্শিদাবাদঃ- অগ্নিদগ্ধ হয়ে গৃহবধূর মৃত্যুতে ব্যাপক উত্তেজনা ছড়ালো ভরতপুরের আঙ্গার পুর গ্রামে। মৃত গৃহবধূর নাম সালেহার বিবি(২১)।স্থানীয় সূত্রে জানা যায় বছর আড়াই আগে স্থানীয় আলু গ্রামের বাসিন্দা সালেহারের সাথে সামাজিকভাবেই বিয়ে হয় আঙ্গারপুর গ্রামের দিনমজুর যুবকের অভিযোগ, সম্প্রতি সালেহার এর সাথে তার শ্বশুরবাড়ির হামেশাই ঝামেলা লেগে থাকত। যদিও বর্তমানে তার স্বামীর কর্মসূত্রে ভিন দেশে রয়েছে। এদিন আচমকা বাড়ি থেকে গৃহবধু চিৎকার শুনে লোকজন ছুটে এসে দরজা ভেঙে অগ্নিদগ্ধ অবস্থায় সালেহার কে উদ্ধার করে। কান্দি মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।