সংবাদদাতা, মুর্শিদাবাদঃ- বিয়ের প্রস্তাব প্রত্যাখ্যান করায় গৃহবধূকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে খুন গ্রেপ্তার প্রতিবেশী যুবক। এই ঘটনায় বহরমপুরের বাগানপাড়া এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায়। ওই গৃহবধূর নাম মন্দিরা হালদার (২৮)। ঘটনার পরই পুলিশ তল্লাশি চালিয়ে অভিযুক্ত যুবক রাকেশ বিশ্বাসকে গ্রেপ্তার করে। এদিন তাঁকে বহররমপুর অ্যাডিশনাল চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের এজলাসে ৫ দিনের পুলিশি হেফাজতে তোলা হয়। সন্ধ্যার শেষ পাওয়া খবরে জানা যায় বিচারক রাকেশ কে ২৪ ফেব্রুয়ারি পর্যন্ত ৩ দিনের পুলিশ হেফাজত মঞ্জুর করে। স্থানীয় সূত্রে জানা যায়, খুন হয়ে যাওয়া ওই গৃহবধূ মন্দিরার স্বামী ভিন রাজ্যে কর্মরত। মন্দিরা তার দুই সন্তানকে নিয়ে বাপের বাড়িতে থাকতেন। সেখানেই পড়শী রাকেশের সাথে পরিচয় হয় মন্দিরার। অভিযোগ নিয়মিত রাকেশ গৃহবধূ মন্দিরাকে তার সাথে বিয়ে করার জন্য চাপ দিত। সেই প্রস্তাবে মন্দিরা রাজি না হয় গৃহবধূকে খুনের পরিকল্পনা করে রাকেশ। সেইমতো ধারালো অস্ত্র নিয়ে বাগান পাড়ার বাড়িতে ঢুকে এলোপাতাড়ি ভাবে মন্দিরাকে কোপাতে শুরু করে অভিযুক্ত রাকেশ। স্থানীয়রা চিৎকার শুনে ছুটে এসে যাবো তোকে মোর শ্রমিক মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সেখানেই চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করে।