বহরমপুর থেকে সঙ্গীতা চৌধুরীঃ- আমরা বিপদের মুহূর্তে ভগবান কে ডাকলও কেন ভগবান সাড়া দেন না? এই প্রশ্ন বারবার আমাদের মনের মধ্যে এসেছে। কিন্তু ভগবানের দিকে প্রশ্ন না করে নিজের দিকে তাকান। ভগবান তো বলেইছেন- যে আমার দিকে এক পা অগ্রসর হয় আমি তার দিকে দুই পা অগ্রসর হই। অর্থাৎ কেউ যদি ভগবানের দিকে প্রথম দিকে অগ্রসর হয় তাহলে ভগবান নিজেই সেই ভক্তের দিকে এগিয়ে যান। আর ভগবানের এগিয়ে যাওয়ার অর্থ হলো সর্ব অবস্থায় সকল প্রতিকূল পরিস্থিতিতে তিনি আপনার সহায় হবেন। ঠিক যেমন তিনি দ্রৌপদীর ও অর্জুনের ক্ষেত্রে হয়েছিলেন। কিন্তু এর জন্য দ্রৌপদী অর্জুন দুজনকে কৃষ্ণের সাথে সখ্যতার সম্পর্ক স্থাপন করতে হয়েছিল। তাই ভগবানের সহায়তা পেতে চাইলে ভগবানের সাথে সর্বপ্রথম সম্পর্ক স্থাপন করতে হবে। ভগবানের সাথে আত্মীয়তার সম্পর্কের নিজেকে জড়াতে হবে। তাই সবার আগে ভগবানের সঙ্গে নিজের সখ্যতার এই সম্পর্ক স্থাপন করুন। ভগবানের চাইতে বড় বন্ধু আর কেউ হন না পৃথিবীতে। কারণ অন্ধকারে যখন ছায়াও সঙ্গ ছেড়ে দেয় তখন ও ভগবান ভক্তের সঙ্গ ছাড়েন না। তাই সবার আগে সম্পর্ক জুড়ুন। ভগবানকে বলুন-“হে পতিত পাবন, তুমি পতিতের উদ্ধারকর্তা। আমি ও পতিত। তাই আমি তোমাকে বন্ধুরূপে বরণ করলাম। হে সখা শুধু এই জন্মে নয় আগত সকল জন্মে এই বন্ধুত্বের সম্পর্ক যেন চিরস্থায়ী হয়। আমি যদি ভুলেও যায় তুমি আমাকে ভুলো না। আমি যদি অধর্মের পথে চলে যাই, তুমি হাত ধরে আমাকে টেনে এনো। তুমি ছাড়া এই জগতে আর কোন সখা আমার নেই।” ভগবানের কৃপায় করোনার এই অতি মহামারী কেটে যাক। আসুক সুন্দর সকাল। সকলে ভালো থাকুন। হরেকৃষ্ণ। হরিবোল।