সংবাদদাতা, হলদিয়া:-
বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গা উৎসব আর এই দুর্গ উৎসবকে কেন্দ্র করে চারিদিকে যে শব্দবাজির ব্যবহার চলছে তা নিয়ে চিন্তিত গোটা সমাজ। আদালত তথা সরকারের স্পষ্ট নির্দেশিকা থাকা সত্ত্বেও শব্দ দানবের জেরে প্রাণ ওষ্ঠাগত হয়ে উঠেছে সাধারণ মানুষের। প্রশাসনের কাছে এটি একটি চ্যালেঞ্জের কারণ হয়ে দাঁড়িয়েছে। তাই বিভিন্ন জেলার পুলিশ কোমড় বেঁধে নেমেছেন এই অবৈধ শব্দবাজির ব্যবহার বিরুদ্ধে। নিয়মিত তল্লাশি চালানো হচ্ছে দোকানপাট ও এলাকাতে, যাতে কোনো রকম শব্দবাজি না বিক্রি হয়। পুলিশের কড়া নজরদারি এড়িয়ে এখনো বেশ কিছু জায়গায় শব্দবাজি বিক্রি হওয়ার অভিযোগ আসছে। সেই মতো অবস্থায় গোপন সূত্রে খবর পেয়ে মহিষাদলের চিঙ্গুরমারি থেকে চারহাজার কেজি শব্দবাজি করলো উদ্ধার করলো পুলিশ। হলদিয়ার এসডিপিও তন্ময় মুখোপাধ্যায়ের নেতৃত্তে অভিযান চালিয়ে গতকাল এই বিপুল পরিমান শব্দবাজি উদ্ধারের পাশাপাশি গ্রেপ্তার করা হয়েছে চারজনকে। পুলিশ সূত্রে খবর, দীর্ঘদিন ধরেই এরা এই এলাকায় বেআইনি ভাবে এই শব্দবাজি বানানোর কাজ করছিলো কোনোরকম বৈধ অনুমতি ছাড়াই। বাজেয়াপ্ত করা হয়েছে বেশকিছু শব্দবাজি তৈরীর কাঁচামাল।