সংবাদদাতা, অন্ডালঃ- বচসাকে কেন্দ্র করে তৃণমূল, বিজেপি র মধ্যে উত্তেজনা ছড়াল। এ দিন সকালে ঘটনাটি ঘটেছে ময়রা কোলিয়ারি বাসষ্ট্যান্ড এলাকায়। স্থানীয় সূত্রে জানা যায় এ দিন সকালে একটি কাপড়ের দোকানে বসে ছিলেন স্থানীয় বিজেপি নেতা গীতা সিং। ঠিক সেই সময় দোকানে উপস্থিত হন এক তৃণমূল সমর্থক। পুরনো বিবাদের জেরে দোকানের ভিতরে তারা দুজনে চরম বচসায় জড়িয়ে পড়েন। খবর পেয়ে দুই দলের সমর্থকরা ঘটনাস্থলে উপস্থিত হলে এলাকায় ব্যাপক উত্তেজনার সৃষ্টি হয়। অন্ডাল থানা থেকে বিশাল পুলিশ বাহিনী এসে পরিস্থিতি সামাল দেয়। দুই দলের সমর্থকদের ঘটনাস্থল থেকে হটিয়ে দেয় পুলিশ। এ বিষয়ে বিজেপি নেতা গীতা সিং জানান এ দিন সকালে আমি দোকানে বসে ছিলাম। হঠাৎ তৃণমূলের লোকজন এসে আমাকে গালাগালি শুরু করে । আমি প্রতিবাদ করাতে তারা আমাকে ব্যাপক মারধর করে। অন্যদিকে তৃণমূল নেতা অনন্ত ঘোষ বলেন গীতা সিং মদ্যপ অবস্থায় এলাকায় উত্তেজনা ছড়ানোর চেষ্টা করছিল। আমাদের এক সমর্থক প্রতিবাদ করায় তাকে মারধর করে। ঝামেলা তখনকার মতো মিটলেও এলাকায় উত্তেজনা রয়েছে। সেই কারণে এলাকায় মোতায়েন রয়েছে বিশাল পুলিশ বাহিনী।