সংবাদদাতা, বাঁকুড়াঃ- মুরগির খাবারের গোডাউনে হঠাৎ আগুন লেগে যায় কিছু সময়ের মধ্যে ভয়াবহ আগুনের তীব্রতা গ্রাস করে গোটা গোডাউন কে। এই ঘটনা কে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্য তৈরি হয়। ঘটনাটি ঘটেছে বিষ্ণুপুর শহরের ১৮ নম্বর ওয়ার্ডের সেনহাটি কলোনি এলাকায়। স্থানীয় সূত্রে জানতে পারা যায় সুরজিৎ গড়াই নামে এক ব্যক্তি ভারা নেয় মধুসূদন সাহা নামে এক ব্যক্তির বাড়ি। সেখানেই আজ ভোর ৫.৩০ মিনিটে গোডাউনে আগুন লাগে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় দমকলের একটি ইঞ্জিন ও বিষ্ণুপুর থানার পুলিশ। দমকল বাহিনীর প্রচেষ্টায় অবশেষে আগুন নিয়ন্ত্রণে আসে।। প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে গোডাউনের ভিতর দাহ্য পদার্থ থাকার কারণে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। তবে মুরগির খাবারের গোডাউনে দাহ্য পদার্থ কোথা থেকে এলো তাই নিয়ে উঠছে প্রশ্ন পুরো ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।