সন্তোষ মন্ডল, রানীগঞ্জঃ- আজ সকাল নাগাদ রানীগঞ্জের স্যামসেল কারখানায় কুলিং টাওয়ার হঠাৎই ভয়াবহ আগুন লাগে। আগুন অতিমাত্রায় ছড়িয়ে পড়ে। তৎক্ষনাৎ কারখানার ভেতরে আগুন লাগার ঘটনা দেখে আতঙ্কে বেরিয়ে আসে কারখানার শ্রমিকেরা। তড়িঘড়ি করে খবর দেওয়া হয় দমকল বিভাগ ও রানীগঞ্জ থানার পুলিশ কে। ঘটনাস্থলে দমকলের দুটি ইঞ্জিন পৌঁছে কয়েক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
সুত্র মারফৎ জানা গেছে, আজ সকাল নাগাদ হঠাৎই কুলিং টাওয়ারে আগুন লাগে। আগুন অতিমাত্রায় ছড়িয়ে পড়ার ফলে কুলিং টাওয়ার পুড়ে ছাই হয়ে যায়। এই ভয়াবহ আগুন লাগার কারনে প্রায় কয়েক লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে বলে জানা গেছে।