সন্তোষ মন্ডল, আসানসোলঃ- এর ফলে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। এদিন হঠাৎ করেই আগুন দেখতে পাই স্থানীয়রা। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ, দমকল ও বিদ্যুৎ বিভাগের কর্মীরা পৌচ্ছায়। এরপর ওই এলাকায় বিদ্যুৎ পরিষেবা বন্ধ করে দেওয়া হয়। বেশি কিছু ক্ষনের চেষ্টায় দমকলের কর্মীরা আগুন নিভিয়ে দেয়। যদিও এই ঘটনায় কেউ হতাহত হয়নি। দমকলের প্রাথমিক তদন্তে অনুমান শর্ট সার্কিট থেকেই এই আগুন লেগেছে। তবে এই অগ্নিকাণ্ডের ঘটনায় খয়খতির পরিমাণ জানা যায় নি।