সংবাদদাতা, মুর্শিদাবাদ:-
গোপন সূত্রে খবর পেয়ে বড়সর অস্ত্র নেটওয়ার্কের চক্র ফাঁস করল মুর্শিদাবাদের পুলিশ। বুধবার সীমান্তবর্তী থানা রাণীনগর থেকে ১১টি অত্যাধুনিক আগ্নেয়াস্ত্র ৩৫রাউন্ড কার্তুজ ১০টি ম্যাগাজিন বছর বত্রিশের সৌমেন মন্ডল নামের এক যুবক কে গ্রেফতার করে। জানা যায় তার বাড়ি রাণীনগর থানার চর রাজা নগর গ্রামে। সীমান্ত দিয়ে অস্ত্রোপচার করতেই এই বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র ও কার্তুজ সে তার বাড়িতে মজুদ করেছিল বলেই পুলিশে দিন জানাই।

এ ব্যাপারে জেলা পুলিশ সুপার মুকেশ কুমার বলেন,”ধৃত এই অস্ত্র কারবাড়ির সাথে আন্তঃরাজ্য অস্ত্রপাচারের হদিস মিলেছে। ঝাড়খন্ডে বহু জায়গা থেকে সে অস্ত্র আমদানি করে নানান জায়গায় সরবরাহ করতো”। এদিন সন্ধ্যায় শেষ পাওয়া খবরে জানা যায়, ধৃত অস্ত্র কারবারি সৌগত এর সাত দিনের পুলিশ হেফাজত চেয়ে বহরমপুর অ্যাডিশনাল চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের এজলাসে তোলা হয়। বিচারক ১২নভেম্বর পর্যন্ত তার পুলিশ হেফাজত মঞ্জুর করেন। সকলে এখন তাকিয়ে রয়েছে ধৃতের কাছ থেকে সীমান্তের আন্তঃরাজ্য অস্ত্রপাচারের আর কোন কোন অজানা তথ্য পুলিশের হাতে উঠে আসে সেদিকেই ।