রঞ্জিত সর্দার, দক্ষিন ২৪ পরগনাঃ- দক্ষিণ ২৪ পরগনা জেলা জুড়ে আমফানের ক্ষতিগ্রস্তরা ক্ষতিপূরণ পায়নি। এই দাবি নিয়ে বিডিও অফিস বা এসডিও অফিস কেউবা গ্রাম পঞ্চায়েত অফিস বিক্ষোভ দেখায়। সমস্ত সাধারণ মানুষের কথা চিন্তা করে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির নির্দেশে ৬ আগস্ট ও ৭ আগস্ট এই দুদিন সমস্ত বিডিও এসডিও অফিসের সামনে প্রকৃত যাদের ক্ষতি হয়েছে তারা ক্ষতিপূরণের জন্য আবার আবেদন করতে পারবেন। তাই নির্দেশমতো বারুইপুর বিডিও অফিসে সামনে সকাল থেকে দেখা গেল ক্ষতিপূরণ দেওয়ার লম্বা লাইন। এই প্রসঙ্গে বারুইপুর ব্লক সভাপতি শ্যামসুন্দর চক্রবর্তী বলেন, “সমস্ত রাজনৈতিক দলের বিরোধীরা বিডিও অফিসে ডেপুটেশন দিয়েছিলাম দেওয়ার সঙ্গে সঙ্গে বিডিও অফিসার বলেন প্রকৃত যাদের ক্ষতি হয়েছে তাদের নামগুলি দিন। কিন্তু কাজে কারো দেখা গেল না। পাঁচটি, দুটি, তিনটি, নিয়ে জমা দিয়েছে কেউ বা আবার আসেনি, তারাই আবার ডেপুটেশন দিচ্ছেন। এই হচ্ছে আমাদের দেশের বিরোধী দলের মনোবল।”
Home Flash News মুখ্যমন্ত্রীর নির্দেশে আমফান ঝড়ের ক্ষতিগ্রস্তরা আবারো জমা দিতে পারবেন ক্ষতিপূরণে আবেদন, তাই...