সংবাদদাতা, বাঁকুড়াঃ- বাঁকুড়া জেলার ইন্দাস ব্লকের দশরথবাটি রেশন ডিলারে রেশন নেওয়ার লম্বা লাইন চোখে পড়লো। প্রতিটি রেশন গ্রাহক এক মিটার দূরে দাঁড়িয়ে এবং সবার মুখে মাক্স।

সকাল হতেই রেশন গ্রাহকদের বিশাল লাইন দেখা গিয়েছিল। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভিড় কমতে থাকে।