সংবাদদাতা, কাঁকসাঃ- রাত পোহালেই গণেশ চতুর্থী কিন্তু লকডাউনের জেরে বন্ধ সমস্ত বারোয়ারি পুজো। যদিও পানাগড়ের ছোট ব্যবসায়ীরা ও বিভিন্ন ব্যবসায়িক প্রতিষ্ঠান নিয়ম মেনে পুজো করায় হাতে গোনা কয়েটি মূর্তির অর্ডার পেয়েছেন মৃৎশিল্পীরা। তবে লাভের আশায় মৃৎশিল্পীরা মূর্তি বানালেও একদিকে বাজারে কাঁচা মালের অমিল,তার উপরে কাঁচা মালের দাম বৃদ্ধি, এছাড়াও শ্রমিক ছাড়াই মূর্তি বানাতে হোচ্ছে শিল্পীদের। ফলে ক্রেতা না থাকায় সমস্যায় পড়েছেন কাঁকসার রথতলার মৃৎশিল্পীরা। গুটি কয়েক মূর্তির বায়না হলেও ক্রেতা না থাকায় বিক্রি হয় নি এখনো বহু মূর্তি। তাই যে পরিমানে লাভের আশা নিয়ে মূর্তি তৈরি করেছিলেন শিল্পীরা মূর্তি বিক্রি না হওয়ায় ব্যাপক ক্ষতির মুখে কাঁকসার রথতলার মৃৎশিল্পীরা।