eaibanglai
Homeএই বাংলায়ওন্দায় মহা মিছিল ও সভা বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ র

ওন্দায় মহা মিছিল ও সভা বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ র

সংবাদদাতা, বাঁকুড়াঃ- আইনের বিরোধিতা করে প্রথম থেকেই পথে নেমেছেন রাজ্যের শাসক দল তাথা তৃণমূল কংগ্রেস ও অন্যান্য রাজনৈতিক দল এবং বিভিন্ন শুভবুদ্ধি সম্পন্ন সাধারণ মানুষ। তবে পিছিয়ে নেই বিজেপি কর্মীরাও। এদিন তারা সংসদ সৌমিত্র খাঁর নেতৃত্বে বাঁকুড়ার ওন্দায় মহা মিছিল ও সভা করল বিজেপি কর্মীরা। রামসাগর পার্টি অফিস থেকে মিছিল শুরু হয় ওন্দাবাজার পরিক্রমা করা হয়। মিছিলকে কেন্দ্র করে বিজেপি কর্মী সমর্থকদের মধ্যে উন্মাদনা ছিল চোখে পড়ার মতো। মিছিলকে কেন্দ্র করে যাতে কোনো রকম অপ্রীতিকর পরিস্থিতি তৈরি না হয় তার জন্য মোতায়েন ছিল পুলিশ বাহিনী। সাংসদ সৌমিত্র খাঁ বলেন, অরূপ বাবু বলছেন অনেক কিছু করেছি, আমি শুধু অরূপ বাবু কে একটা কথা বলতে চাই আপনি তৃণমূল কংগ্রেসের টিকিটটা পেয়েছিলেন মুসলমান নেতা হিসেবে, কারণ আপনার ওখানে লেখা ছিল মাইনোরিটি। আপনি অরূপ বাবু গ্রাম পঞ্চায়েতের ভোটে সবাইকে নির্দেশ দিয়ে মমতা ব্যানার্জির নেতৃত্বে বাংলায় হার্মাদিঃ শুরু করলেন। আর আজ মমতা ব্যানার্জি প্রত্যেকটা কাজের বিরোধিতা করেছ। আজকে যে পাপ করেছি তা মানুষের কাছে বলতে হচ্ছে কেন তৃণমূল কংগ্রেস করেছি। মমতা বন্দ্যোপাধ্যায় কে কটাক্ষ করে তিনি বলেন মাটি চোরের নেতৃ মমতা ব্যানার্জি। বালি চোরের নেত্রী মমতা ব্যানার্জি কয়লা চুরি নেত্রী মমতা ব্যানার্জি। এছাড়াও তিনি বলেন মমতা ব্যানার্জি বাংলার কাল নাগিনী। মুখ্যমন্ত্রী যেখানে আছে সেখানেই ধ্বংস হয়েছে। কালনাগিনী সাপ যাকে খায় তিনি মারা যান। পশ্চিমবাংলার মানুষ কে মমতা ব্যানার্জি যেখানেই ধরেছেন সিঙ্গুর ধরেছেন শেষ করেছেন, নন্দীগ্রাম ধরেছেন ১৪ জন হত্যা হয়েছে, বাঁকুড়া ধরেছেন শেষ করেছেন। যেখানেই তিনি খেটেছেন সেখানেই শিল্প, শিক্ষা সবকিছু শেষ হয়ে গিয়েছে তাই তাকে কাল নাগিনী ছাড়া কিছু বলা যায় না।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments