সংবাদদাতা, মুর্শিদাবাদ:- গৃহবধূকে মুখে বিষ ঢেলে খুনের ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায় রানিতলা থানা এলাকায়। মৃতের নাম
চার মানু বিবি(২৩)। ঘটনায় পুলিশ অভিযুক্ত মিতার স্বামী পেশায় রাজমিস্ত্রি বাসির শেখ কে গ্রেপ্তার করে লালবাগ মহাকুমা আদালতে পেশ করে। শেষ পাওয়া খবরে জানা যায় বিচারকদের জামিনের আবেদন খারিজ করে দিয়ে তাকে ১৯ ডিসেম্বর পর্যন্ত জেল হেফাজতের নির্দেশ দেয়। স্থানীয় সূত্রে জানা গেছে বছর পাঁচেক আগে রানিতলা দক্ষিণ পাড়ার বাসিন্দা চার মানু বিবি একসাথে সামাজিকভাবে বিয়ে হয় রানিতলা ডিহি পাড়ার বাসিন্দা বাসির শেখ এর সাথে। বর্তমানে তাদের একটি তিন বছরের সন্তান রয়েছে। অভিযোগ সম্প্রতি স্ত্রীর ওপর অকথ্য শারীরিক ও মানসিক অত্যাচার শুরু করে বাসির। তাকে চাপ দেয় শ্বশুরবাড়ি থেকে নগদ টাকা আনার জন্য। এই নিয়ে দুই পরিবারের মধ্যে বেশ কিছুদিন ধরে মন-কষাকষিও দেখা যায়। অবশেষে প্রতিবেশীদের কাছ থেকে চার মানু বিবি বাড়ির লোকের কাছে তার মৃত্যুর সংবাদ পৌঁছায়। পরিবারের লোক দ্রুত ছুটে এসে দেখে ঘরে চৌকির উপর মুখে বিষ ঢেলে ফেলে রাখা হয়েছে। মৃতের বাবা আওয়াল শেখ হরিতলা থানায় অভিযোগ করলে পুলিশ দ্রুত ঘটনাস্থলে অভিযুক্ত স্বামীকে গ্রেপ্তার করে