সংবাদদাতা, কাঁকসাঃ- আর মাত্র কিছুদিন পরেই ঈদ। প্রতিবছর ঈদ চলাকালীন রোজা রাখার প্রায় প্রথম দিন থেকেই পানাগড় বাজারে লাচ্ছা, সিমুইয়ের বিভিন্ন পসরা নিয়ে বসেন এলাকায় ব্যবসায়ীরা। দিনের শেষে ব্যবসায়ীদের রোজগারও হতো ভালো। এ বছরও রমজান মাসের শুরু থেকেই পানাগড়ের বেশ কিছু রাস্তার মোড়ে লাচ্ছা সিমুইয়ের পসরা নিয়ে বসলেও এবছর করোনার জেরে লকডাউন থাকায় বাজারে তেমনভাবে ক্রেতাদের ভিড় না জমায়। বিক্রি তেমন নেই বললেই চলে। ব্যবসায়ীরা জানিয়েছেন ক্রেতার সংখ্যা কম থাকায় তেমন বিক্রি নেই। লকডাউনের জন্য লাভের বদলে ক্ষতির পরিমানটাই বেশি হয়েছে এবার। অন্যদিকে লকডাউনের জেরে গ্যারেজ বন্ধ থাকায় রমজান মাস চলায় আতর ও অন্যান্য সামগ্রী নিয়ে বাজারে বসলেও তেমন বিক্রি নেই বলে জানান বিক্রেতারা। ফলে করোনা সংকটের ব্যবসায়ীদের মাথায় হাত পড়েছে।