সংগীতা চৌধুরী, বহরমপুরঃ- হিন্দু ধর্মে অসংখ্য দেব দেবী আছেন। ব্যক্তিবিশেষে মানুষ দেব দেবীর ভক্ত হন। কেউ শাক্ত মন্ত্রে বিশ্বাসী হন আর কেউ হন গাণপত্যে আবার কেউ হন শৈব। তাই কেউ শক্তির উপাসক মা কালীর ভক্ত, কেউ হন পতিতপাবন মধুসূদনের ভক্ত, আবার কেউ হন ভক্ত শ্রেষ্ঠ দেবতা, শক্তির অপর রূপ, পরম বৈষ্ণব রূপে পরিচিত সংকটমোচন বজরংবলির ভক্ত।
সপ্তাহের মধ্যে মঙ্গল ও শনিবার হলো বজরংবলীর বার। যারা বজরংবলির ভক্ত হন মঙ্গলবার ও শনিবার তারা নিরামিষ খান। কারণ এই দুই দিন বজরংবলির বার রূপে পরিচিত। সংকট থেকে উদ্ধারের জন্য অনেকেই তাই হনুমানজির আরাধনা করে থাকেন।
অনেক ভক্ত আছেন যারা হনুমানজিকে চাক্ষুষ দর্শন করতে চান। তাদের জন্য একটি গোপন মন্ত্র আছে। কথিত আছে যে সেই মন্ত্র ভক্তিভরে জপ করলে ভগবান হনুমানজি স্বয়ং স্বপ্নে দর্শন দেন। বিশ্বাসে কিনা হয়! তাই যদি মনে বিশ্বাস ও ভক্তি থাকে, তাহলে একমনে জপ করুন।
গোপন সেই মন্ত্রটি হল-
Kaaltantu Kaarecharanti Enar Marishnu, Nirmukter Kaaletwam Amarishnu