সঙ্গীতা চৌধুরী, বহরমপুরঃ- আজ বুধবার। আজকের দিনে আপনি যদি গণেশের পুজো করেন তবে আপনার মনোবাসনা খুব শীঘ্রই পূর্ণ হবে কারণ বলা হয় যে বুধবার হলো গণেশের বার। এখন আমি আপনাকে বলবো গণেশ পুজোর কিছু বিধি সম্পর্কে? কীভাবে পুজো করলে গণেশ খুশি হন জানেন কী? আজকের দিনে নিরামিষ সাত্ত্বিক আহার গ্রহণ করুন। আজ সূর্যাস্তের পর স্নান করে শুদ্ধ বস্ত্র ধারণ করুন।তারপর মাটি দিয়ে একটি গণেশ মূর্তি নিজে হাতে গড়ে তার সামনে ধূপ প্রদীপ দেখান। এরপর গণেশ পুজোর এই মন্ত্র বলে ঠাকুর কে প্রণাম নিবেদন করুন।
গণেশ পুজোর মন্ত্র-একদন্তং মহাকায়ং লম্বোদর গজাননম।বিঘ্নবিনাশকং দেবং হেরম্বং পনমাম্যহম।।এর অর্থ হলো – যিনি একদন্ত, মহাকায়, লম্বোদর, গজানন এবং বিঘ্ননাশকারী সেই হেরম্বদেবকে আমি প্রণাম করি। এরকম তিন মাস করুন তাহলে আপনার মনোবাসনা পূর্ণ হবে।