সংবাদদাতা,আসানসোলঃ- আগামী এক বছরের জন্য রাজ্যে গুটখা নিষিদ্ধ হয়েছে। কিন্তু সেই নির্দেশকে বুড়ো আঙুল দেখিয়ে আসানসোলে রমরমিয়ে চলছে গুটখার ব্যবসা। শহরের দোকানে দোকানে চলছে নিষিদ্ধ গুটখা বিক্রি। সোমবার এমনি ছবি ধরা পড়েছে আসানসোল শহরের বুকে অবস্থিত একাধিক দোকানে।
অন্যদিকে আসানসোল পৌর নিগমের তরফে শহরের একাধিক দোকানে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ গুটখা বাজেয়াপ্ত করা হয়। পাশাপাশি সব ব্যবসায়ীকে সরকারি নির্দেশ পালন করার জন্য সতর্ক করা হয়।