সংবাদদাতা, বাসন্তী :-
দিকে দিকে বেড়ে চলেছে বায়ু দূষণ, আর ধীরে ধীরে হারিয়ে যাচ্ছে পৃথিবীর ভারসাম্য। আর মৃত্যুমুখী হচ্ছে বিশ্বের গোটা জীবজগৎ। আর পৃথিবীতে জীবজগৎ কে বেঁচে থাকাকে প্রশ্নের মুখে দাঁড় করিয়ে দিচ্ছে বায়ু দূষণ। আর সেই বায়ু দূষণ কি নিয়ন্ত্রণ না করতে পারলে জীবজগতের অস্তিত্ব সংকটজনক হতে পারে।

আর সেই বায়ু দূষণের একটা বড় আঁতুড়ঘর দেখা গেল দক্ষিণ ২৪ পরগনা জেলার বাসন্তী হাইওয়েতে। যেখানে কয়েক কিলোমিটার রাস্তা বেহাল দশা। আর সেখানে রাস্তার উপরে পড়ে থাকা ইটের গুড়ো সহ রাস্তার ধুলোতে অন্ধকার গোটা এলাকা।

আর যেখানে ওই রাস্তার ধুলোর উড়ে আশেপাশের গাছপালা সহ ঘরবাড়িতে একটি মোটা প্রলেপ পড়ে গেছে। তাতেও একটু বোঝার উপায় নেই গাছের রং সবুজ কি না? আর ওই ধুলোর প্রভাবে এলাকা প্রায় মানুষ শ্বাসকষ্ট জনিত রোগের শিকার।

আর বিষয় বারবার প্রশাসনকে জানিও লাভের লাভ কিছুই হয়নি। গ্রামবাসীদের দাবি, রাস্তা দ্রুত মেরামত করে আগের অবস্থা ফিরিয়ে দাও। যাতে আমরা শ্বাসকষ্ট জনিত রোগ থেকে মুক্তি পায়।