সংবাদদাতা, বাঁকুড়াঃ-
বর্তমান রাজ্য সরকারের হাত ধরে পশ্চিমবাংলার স্বাস্থ্য ব্যবস্থার যথেষ্ট উন্নতি হয়েছে। গ্রাম থেকে শহর সর্বত্র হাসপাতালগুলোতে আধুনিক মানের চিকিৎসা পরিষেবা শুরু হয়েছে। এছাড়াও মিলছে সরকারি পরিষেবা। কোতুলপুর মেডিকেয়ার জেনারেল হাসপাতালে চিকিৎসা পরিষেবা অত্যন্ত ভালো যার ফলে গ্রাম-গঞ্জের সাধারণ মানুষ উপকৃত হয়েছেন। এবার এই হাসপাতালে নতুন সংযোজন ” ডায়ালিসিস ইউনিট “। আজ ডায়ালিসিস ইউনিট এর শুভ উদ্বোধন করলেন মন্ত্রী শ্যামল সাঁতরা মহাশয়।

শ্যামল সাঁতরা মহাশয় বলেন, হাসপাতালে ডায়ালাইসিস ইউনিট এর অভাব ছিল আজ সেটা পূরণ হল, এর ফলে এলাকার সাধারণ মানুষ উপকৃত হবেন।