জয়প্রকাশ কুইরি,পুরুলিয়াঃ- বুধবার সকালে একটি পূর্ণবয়স্ক আহত হায়না উদ্ধার হল পুরুলিয়ার রঘুনাথপুর রেঞ্জের সাঁতুড়ি থানা এলাকার বেলডাঙা এলাকা থেকে। এদিন গ্রামবাসীরা রস্তার পাশের জঙ্গলে আহত এই বিরল প্রজাতির প্রাণীটিকে দেখতে পেয়ে স্থানীয় বন দফতরে খবর জানালে বনকর্মীরা গ্রামবাসীদের সহযোগিতায় প্রণীটিকে উদ্ধার করে রঘুনাথপুর রেঞ্জ অফিসে নিয়ে যান। রেঞ্জ অফিসে পর্যবেক্ষণে রেখেই শুরু হয়েছে আহত প্রাণীটির চিকিৎসা। রঘুনাথপুর রেঞ্জের রেঞ্জার বিবেক কুমার ওঝা বলেন, “উদ্ধার হওয়া হায়নাটি সম্ভবত রাস্তা পারাপার করতে গিয়েই কোন গাড়ির ধাক্কায় গুরুতর আহত হয়েছে। বর্তমানে উদ্ধার হওয়া আহত হায়নাটির শারীরিক অবস্থার অনেকটাই উন্নতি হয়েছে। প্রাণীটি সম্পূর্ণ সুস্থ হয়ে উঠলে তাকে নিরাপদ জঙ্গলে ছেড়ে দেওয়া হবে।”