সংবাদদাতা, বাসন্তী:-
পুকুরে মাছ ধরা নিয়ে বচসা। আর পরে সেটি গড়ায় রাজনৈতিক গোষ্ঠীদ্বন্দ্বে। যুব তৃনমূলের মারে গুরুতর আহত এক মাদার তৃণমূল কর্মী। ঘটনাটি ঘটেছে, বাসন্তী থানার উত্তর চুনাখালি মন্ডলপাড়া গ্রামে। আহতের নাম, নদীরাম মন্ডল(৬৫)। পরিবার সূত্রে জানা যাই, নিজের গ্রামে একজন সক্রিয় মাদার তৃণমূল কর্মী নদী রাম মন্ডল। আর সেটা রাগের কারণ হয়ে দাঁড়ায় যুব তৃণমূল এর কাছে। এরপর পুকুরে মাছ ধরা নিয়ে বচসার জেরে মাদার তৃণমূল কর্মী নদিরাম মন্ডলকে রড দিয়ে এলোপাতাড়ি মারধর করে কয়েকজন যুব তৃণমূল কর্মী। গুরুতর আহত অবস্থায় ঘটনাস্থলে পড়ে যান নোদিরাম । এরপর তাকে গুরুতর আহত অবস্থায় তড়িঘড়ি ক্যানিং মহকুমা হাসপাতালে নিয়ে আসে পরিবার। এ বিষয়ে বাসন্তী থানা একটি লিখিত অভিযোগ দায়ের করে আহতের পরিবার।