eaibanglai
Homeএই বাংলায়মঞ্চে কর্মী দশর্কাসনে নেতৃত্ব, বিষ্ণুপুর আইএনটিটিইউসি'র অভিনব উদ্যোগ

মঞ্চে কর্মী দশর্কাসনে নেতৃত্ব, বিষ্ণুপুর আইএনটিটিইউসি’র অভিনব উদ্যোগ

সংবাদদাতা,বাঁকুড়া:- যারা লড়াই করে তৃণমূল কংগ্রেসকে ক্ষমতায় এনেছিল তাদের সম্মান জ্ঞাপন করতে অভিনব পদ্ধতিতে শ্রমিক সম্মেলন করল বিষ্ণুপুর সাংগঠনিক জেলা আইএনটিটিইউসি।

এদিন দেখা যায় বিষ্ণুপুরের দ্বারিকাতে আইএনটিটিইউসি’র দলীয় কর্মী সম্মেলনে দলের হেভিওয়েট নেতৃত্বের বদলে নেতৃত্বে রয়েছেন আইএনটিটিইউসির জেলা সভাপতি সোমনাথ মুখার্জি। পাশাপাশি মঞ্চ আলোকিত করে রয়েছেন পুরানো তৃণমূল কর্মীরা, যারা বুথে বুথে দলীয় পতাকা টানান। এমনকি যারা যুদ্ধ করে নিজেদের অঙ্গ বলিদান করে তৃণমূল কংগ্রেসকে ক্ষমতায় এনেছিলেন । মঞ্চের সামনে দর্শকের আসনে বসে রয়েছেন জেলা সভাপতি, বিধায়ক, জেলা পরিষদের একাধিক নেতৃত্ব । শুধু তাই নয় জেলার ওই হেভি ওয়েট নেতৃত্বরা উত্তরীয় পরিয়ে মঞ্চে উপস্থিত তৃণমূল কর্মীদের বরণ করে নেন।

সম্মেলন শেষে বিষ্ণুপুর সাংগঠনিক জেলা আইএনটিটিইউসি’র সভাপতি সোমনাথ মুখার্জি বলেন , “এদিনের যা কর্মসূচি ছিল তা সমগ্র ভারতবর্ষে কেউ কখনো করেনি । শুধুমাত্র যারা তৃণমূল করেছে দলকে ভালোবেসেছে একটা সময় যুদ্ধ করে তৃণমূল দলটিকে ক্ষমতায় এনেছে, যারা গলিতে গলিতে পাড়ায় পাড়ায় দলীয় পতাকা টাঙিয়েছে, তাদেরকেই আজ সম্মান দেওয়া হল ।” পাশাপাশি তিনি মনে করেন, এই ধরনের কর্মসূচি জেলার বিভিন্ন প্রান্তে করা দরকার ।

পার্থ চট্টোপাধ্যায়ের গ্রেফতারি নিয়ে একদিকে যখন তৃণমূল কর্মীদের মনোবল তলানিতে তখন এদিনের এই অভিনব সভা রাজ্য তৃণমূল কংগ্রেসকে দিশা দেখাবে। এমনটাই মনে করছেন স্থানীয় তৃণমূলের নেতৃত্বরা । বিশেষত পঞ্চায়েত নির্বাচনের আগে এই ধরণের অভিনব কর্মসূচি সংগঠনকে মজবুত করার পাশাপাশি কর্মীদের মনোবলও চাঙ্গা করবে বলে মনে করা হচ্ছে।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments