eaibanglai
Homeএই বাংলায়প্লাস্টিকের বদলে চাল কালনার পঞ্চায়েতের

প্লাস্টিকের বদলে চাল কালনার পঞ্চায়েতের

সংবাদদাতা, কালনাঃ- প্লাস্টিক দূষণ রোধে এবার সরাসরি চালের টোপ। ৫ কেজি প্লাস্টিক জমা করলে ১০ কেজি চাল। এমনই ব্যবস্থা নিল পূর্বস্থলী ব্লকের জাহান নগর পঞ্চায়েত। এ নিয়ে রবিবার সেখানকার পরানপুর গ্রামের কাঁদুনি মেলায় জোরদার প্রচারও শুরু করল পঞ্চায়েত কর্তৃপক্ষ। গোটা মেলা জুড়ে ব্যানার, পোষ্টার, ফ্লেক্স লাগানো হয়েছে এই নিয়ে।
গত বৃহস্পতিবার থেকে গঙ্গাঁর ঘাট জুড়ে পরানপুরে ঐতিহ্যবাহী কাঁদুনি মেলা শুরু হয়েছে। ওই মেলায় দূর দুরান্ত থেকে পূন্যাথীরা আসেন। গঙ্গাঁয় স্নান করে পূর্ব পুরুষদের স্মরন করে চোখের জল ফেলেন, তাই মেলাটির নাম কাঁদুনি মেলা। জাহান নগর পঞ্চায়েত গত বছরই গঙ্গাঁর ঘাটের মেলা স্থল সংস্কার করে। ব্যবস্থা করা হয়েছে হাই মাস্ট বাতি স্তম্ভেরও। সেই মেলাতেই আলাদা করে একটি স্টল করেছে পঞ্চায়েত। সেখানে ৫ কেজি প্লাস্টিক জমা করলে, ১০ কেজি চাল পাওয়া যাচ্ছে। মেলার পাশাপাশি – পরানপুর, ভাতশালা গ্রামেও এ নিয়ে ক্রমাগত প্রচার চলছে। জাহান নগর পঞ্চায়েতের প্রধান সুভাষ ঘোষ বলেন, “এবারের কাঁদুনি মেলায় ২০ হাজার পূন্যাথী এসেছেন। তাদের সমাগম কে ঘিরে, প্লাস্টিক মুক্ত পঞ্চায়েত গড়ার প্রচার আমরা পুরোদস্তুর চালাচ্ছি। আমাদের এই প্রচার ও প্লাস্টকের বদলে চালের কর্মসূচী চলবে সারা বছর ধরেই।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments