যোগাসনের ছন্দে ফিরলো জীবন

270

নিজস্ব সংবাদদাতা, দূর্গাপুরঃ- সুস্থ ভারত অভিযানের লক্ষ্য কে সামনে রেখে কেন্দ্রীয় সরকারের উদ্যোগে সারা ভারতব্যাপী যে “স্বাধীনতার অমৃত মহোৎসব” পালিত হচ্ছে, আন্তর্জাতিক যোগা দিবস তারই একটি মহান সংযোজন। ২১শে জুন অষ্টম আন্তর্জাতিক যোগা দিবস এবং এই বিশেষ দিনটিকে স্মরণে রেখে ডিএভি মডেল স্কুল , দুর্গাপুর তাদের স্কুল প্রেক্ষাগৃহে ১৮ ই জুন একটি আন্তঃস্কুল যোগা প্রতিযোগিতার আয়োজন করে। এই প্রতিযোগিতাটিতে ২৭ টি স্কুলের ১৭১ জন প্রতিযোগী তাদের ৪১ জন শিক্ষক শিক্ষিকার সহযোগিতায় চারটি ক্যাটাগরিতে (জুনিয়র বয়েজ, জুনিয়র গার্লস, সিনিয়র বয়েজ, সিনিয়র গার্লস) অংশগ্রহণ করে। প্রতিযোগিতার মান নির্ধারণের জন্য জাতীয় স্তরের, রাজ্য স্তরের এবং জেলাস্তরের বিচারকমণ্ডলী উপস্থিত ছিলেন।

দীপ প্রজ্জ্বলন ও গায়ত্রী মন্ত্র উচ্চারণের মাধ্যমে অনুষ্ঠানটির শুভ সূচনা হয়। স্কুলের অধ্যক্ষা ও রিজিওনাল অফিসার ( ডিএভি ইন্সটিটিউশনস্ , পশ্চিমবঙ্গ শাখা) পাপিয়া মুখার্জি তাঁর স্বাগত ভাষণে উপস্থিত সকলকে ধন্যবাদ জ্ঞাপন করে বলেন যে বিগত কয়েক বছরে কোভিদ আমাদের শিখিয়ে দিয়েছে অনেক কিছু, শিখিয়ে দিয়েছে কিভাবে সুস্থ থাকতে হয়। সুস্থ থাকতে যোগার উপকারিতা অসীম। যোগাসন শারীরিক, মানসিক এবং আত্মিক যোগাযোগ স্থাপন করে একটি পরিপূর্ণ জীবন দান করে। শিক্ষার্থীদের উৎসাহিত করতে তিনি আরো বলেন যে এই প্রতিযোগিতায় কোন হার জিত নেই । প্রতিটি প্রতিযোগীই আসলে শারীরিক এবং মানসিকভাবে জয়ী। সুস্থ নাগরিক হিসেবে তাদের গুরুত্ব অপরিসীম। কোভিদ পরবর্তী এই প্রতিযোগিতায় প্রতিযোগীদের প্রবল উৎসাহ দেখে তিনি তাদের ভূয়সী প্রশংসা করেন। তিনি আরও বলেন, ভারতবর্ষেই এই যোগাভ্যাসের সূচনা হয়। আর আজও সারা পৃথিবীতে ভারত তার শুভ প্রচেষ্টা বজায় রেখে চলেছে।

অনুষ্ঠানের শেষে বিজয়ীদের হাতে শংসাপত্র তুলে দেন স্কুলের অধ্যক্ষা পাপিয়া মুখার্জী এবং  ডিএভি পাবলিক স্কুল পাণ্ডবেশ্বরের অধ্যক্ষ শ্রী দেবকী রঞ্জন মোহান্তি । বিচারকমণ্ডলীর হাতে স্মারক তুলে দিয়ে তাঁদেরও সম্মান জানানো হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here