সংবাদদাতা, বাঁকুড়াঃ- করোনা সতর্কতায় লক ডাউনের জেরে দীর্ঘ আড়াই মাসেরও বেশী সময় পরে সর্বসাধারণের জন্য জয়রামবাটি মাতৃমন্দিরের দরজা খুলে দেওয়া হচ্ছে। আগামী সোমবার থেকেই মাতৃমন্দিরে প্রবেশের সুযোগ পাবেন ভক্তসাধারণ। তবে শুধুমাত্র সকাল আটটা থেকে বেলা এগারোটা ও বিকেল চারটে থেকে সন্ধ্যা ছ’টা পর্যন্ত এই সুযোগ মিলবে। মাতৃমন্দির কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে, প্রবেশের আগে মূল গেটের সামনে আগত ভক্তদের থার্মাল গান দিয়ে শরীরের তাপমাত্রা মাপা হবে। সেই পরীক্ষায় উর্ত্তীর্ণ হলেই মিলবে প্রবেশের ছাড়পত্র। একই সঙ্গে মাতৃমন্দিরে প্রবেশের সময় হ্যাণ্ড স্যানিটাইজেশান, মাস্ক ব্যবহারের পাশাপাশি যথেষ্ট সামাজিক দূরত্ব বজায় রেখে জগজ্জননী মা সারদাকে দর্শণের নির্দেশিকা জারি হয়েছে বলে জানানো হয়েছে। কিন্তু এতোসবের পরেও শুধুমাত্র প্রণাম করা ছাড়া নাট মন্দিরে ধ্যান ও আরাধনা করার সুযোগ, প্রসাদ গ্রহণ, গেস্ট হাউসে থাকার ছাড়পত্র মিলবেনা। পাশাপাশি মায়ের পুরাণো ও নতুন বাড়ির দরজাও দর্শণার্থীদের জন্য আপাতত বন্ধ থাকছে বলে জানা গেছে। জয়রামবাটি মাতৃমন্দিরের সহ সম্পাদক তপন মহারাজ বলেন, প্রধান ফটক বন্ধ থাকলেও মন্দিরে নিত্য পূজা ও স্বাভাবিক কাজকর্মের পাশাপাশি সেবাকাজ চলছিল। সোমবার থেকে সমস্ত ধরণের সাবধানতা মেনে প্রধান ফটক খোলা হচ্ছে বলে তিনি জানান।