অস্ত্রসহ চার জন সন্দেহভাজন ব্যক্তিকে গ্রেপ্তার করলো জামালপুর থানার পুলিশ

465

সংবাদদাতা, বর্ধমানঃ- পুলিশ সূত্রে জানাগেছে, গতকাল রাতে গাড়িতে করে ছয়জন গুরাপ থেকে ধনিয়াখালি যাওয়ার পথে জামালপুরের মহেশগড়িয়ায় দাঁড়ায়। তখন তাদের গতিবিধি সন্দেহ জনক হওয়ায় পুলিশ গাড়িতে তল্লাশি চালাতে গেলে দুজন পালিয়ে গেলেও চারজন ধরা পরে। গাড়ি থেকে উদ্ধার হয় একটি পাইপগান, তিন টি গুলি সহ তরওয়াল ও তীর। বর্ধমান জেলা আদালতে তোলা হয় ধৃতদের।বিজেপি নেতা সন্দিপ মুখার্জী বলেন, ধনিয়াখালির ২৯ জেড.পি বিজেপির সভাপতি আশিষ দাস সহ তিন জন সদস্যকে পুলিশ উদ্দেশ্য প্রনদিতভাবে গ্রেপ্তার করেছে। পুলিশ তৃনমূল কংগ্রেসের বি-টিম হয়ে কাজ করছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here