রঞ্জিত সর্দার,সুন্দরবনঃ- সুন্দরবন পুলিশ জেলা প্রশাসনের নির্দেশে এলাকার মানুষকে সচেতন করার জন্য যমরাজ তার সঙ্গী চিত্রগুপ্ত সাজিয়ে মাস্ক বিতরণ করা হলো এবং এর পাশাপাশি সাধারণ মানুষদের সচেতন করা হয়। এই পথ সচেতনতায় উপস্থিত ছিলেন কাকদ্বীপের জয়েন্ট বিডিও পঙ্কজ উপাধ্যায় এবং মহকুমা তথ্য ও সংস্কৃতি দপ্তরের আধিকারিক বরুণ হালদার ও প্রশাসনের বিভিন্ন লোকজন। যমরাজ পথচলতি মানুষদের ও ব্যবসায়ীদের মাস্ক বিলি করেন। এদিন আধিকারিকদের সঙ্গে ছিলেন ছদ্মবেশী যমরাজ ও তাঁর ও তার সঙ্গী চিত্রগুপ্ত। এ বিষয়ে জয়েন্ট বিডিও পঙ্কজ উপাধ্যায় জানান, “লকডাউন উঠে গেলেও, এখনও পর্যন্ত দেশবাসী করোনা থেকে মুক্তি পাননি। তাই সব সময় সবাইকেই সচেতন থাকতে হবে। অবশ্যই প্রত্যেককে মাস্ক পরতে হবে এবং স্যানিটাইজার ব্যবহার করতে হবে। সাধারণ মানুষের কাছে এই বার্তা পৌঁছে দিতেই, আজ এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে।” তবে এদিন যমরাজ ও তাঁর সঙ্গী চিত্রগুপ্ত কে ঘিরে পথচলতি মানুষদের মধ্যে ব্যাপক কৌতূহল লক্ষ্য করা গিয়েছে।