বিনোদন ডেস্ক, এই বাংলায়ঃ একটা মাত্র গানেই দেখা যাবে বলিউডের এই নায়িকাকে। সেই জন্য পারিশ্রমিক দাবী করে বসলেন ২ কোটি টাকা। তেমনটাই মেনে নিলেন ছবির নির্মাতা সংস্থা। সেই দিকে নজর দিয়ে ছবির গানের শ্যুটিংও হয়ে গেল। তিনি আর কেউ নন খোদ শ্রীলঙ্কা খ্যাত জ্যাকলিন ফার্নান্ডেজ। সম্প্রতি মুক্তি পেতে চলেছে এই প্রভাস অভিনীত ছবি সাহো। সেই ছবিতেই মুখ্য ভুমিকায় দেখা যাবে শ্রদ্ধা কাপুরকে। ইতি মধ্যেই মুক্তি পেয়েছে শ্রদ্ধা ও প্রভাস অভিনীত সাহো ছবির দুটি গান। এবার মুক্তি পেল সেই ছবির তৃতীয় গান। সেখানেই দেখা গেল শ্রদ্ধাকে নয়, তাঁর বদলে জ্যাকলিনকে। ব্যাড বয়-এই গানে চেনা ছকেই দেখা গেল জ্যাকলিনকে। গানটি সোশ্যাল মিডিয়াতে মুক্তি পাওয়ার পরই তা ভাইরাল হয়ে যায়। এই গানটির শ্যুটিং-এর প্রস্তাব পাওয়ার পরই জ্যাকলিন দাবী করে বসেছিলেন মোট ২ কোটি টাকা। তবে ছবির বাজেট যখন ৩০০ কোটি টাকা, তখন এই টুকুতো দাবী করতেই পারেন তিনি। এই একই ছবিতে প্রভাসের পারিশ্রমিক কত জানলে অনেকেই চমকে যেতে পারেন। মোট ৮০ কোটি টাকা নিলেন অভিনেতা। সাহো ছবিকে নিয়ে ইতিমধ্যেই একাধিক খবর প্রকাশ্যে এসেছে। কবে মুক্তি পাবে এই ছবি। তা নিয়ে জল্পনাও চলছে জোড় কদমে। তিনশো কোটি টাকা বাজেটের এই ছবিকে ঘিরে বর্তমানে জল্পনাও তুঙ্গে। আগামী ৩০ শে অগাস্ট মুক্তি পাবে সাহো ছবি। মুখ্যভুমিকায় অভিনয় করছেন প্রভাস ও শ্রদ্ধা কাপুর।