সন্তোষ মন্ডল, আসানসোলঃ- আসানসোলে লকডাউন এর সময় জম্মু থেকে এসে আটকে পড়ল এক সিআইএসএফ জওয়ান। এদিন আসানসোল বাস স্ট্যান্ডে দাড়িয়ে ছিল ওই সিআইএসএফ জওয়ান। এমনকি লকডাউন এর কথা জানতেন না বলে জানিয়েছেন সিআইএসএফ জওয়ান। জানা গিয়েছে, এদিন স্পেশাল ট্রেন করে আসানসোলে স্টেশনে নামেন রাজু আলি বাইন নামে ওই সিআইএসএফ জওয়ান। এরপর সেখান থেকে আসানসোল ব্যাস স্ট্যান্ডৈ আসে। সিআইএসএফ জওয়ান রাজু আলু বাইন জানান বাঁকুড়ার বিষ্ণুপুরে বাড়ি যাবে। কিন্তু লকডাউন এর কারনে সমস্ত গাড়ি বন্ধ রয়েছে। লকডাউন এর কথা তিনি জানতেন না বলে জানিয়েছেন। কিভাবে বাড়ি ফিরবেন তা নিয়ে চিন্তিত সিআইএসএফ জওয়ান। এর পাশাপাশি এদিন দিল্লি থেকে কয়েক মানুষ লকডাউনে আসানসোলে এসে আটকে পড়ে। তাদের বাড়ি মুর্শিদাবাদ। লকডাউনে গাড়ি চলাচল বন্ধ রয়েছে। এর ফলে তারাও সম্যসায় পড়েছেন।