জয়প্রকাশ কুইরি ,পুরুলিয়াঃ- আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে ইতিমধ্যেই তৎপড়তা শুরু করে দিয়েছে বিজেপির পুরুলিয়া জেলা নেতৃত্ব। এরই মধ্যে ঝালদায় শক্তিবৃদ্ধি ঘটলো বিজেপির | দীর্ঘদিনের বামপন্থী ছাত্র নেতা তথা পুরুলিয়া জেলার ফরওয়ার্ড ব্লক ছাত্র সংগঠনের প্রাক্তন সম্পাদক এছাড়াও ঝালদা আছুরাম মেমোরিয়াল কলেজের ভোটে পাঁচ বারের জয়ী সদস্য তথা আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন জ্যোতিষী তপন কুমার মাহাতো বৃহস্পতিবার যোগদান করলেন বিজেপিতে। ঝালদার স্কুল মোড়ের বিজেপির কার্যালয়ে এদিন যোগদানকারী তপন কুমার মাহাতোর হাতে বিজেপির দলীয় পতাকা তুলে দেন পুরুলিয়া জেলা বিজেপির সাধারণ সম্পাদক শঙ্কর মাহাত। এবিষয়ে তপন বাবু জানান “মানব সেবার উদ্দেশ্যে মোদীজির হাত শক্ত করতে তথা তৃণমূলকে পশ্চিমবঙ্গ থেকে উৎখাত করার সংকল্প নিয়ে বিজেপি তে যোগদান করলাম।” উপস্থিত ছিলেন কংগ্রেস থেকে সদ্য বিজেপিতে যোগদান করা যুব নেতা সুব্রত মাহাত ,ঝালদার বিজেপি নেতা মৃনাল মুখার্জী প্রমুখ।