সংবাদদাতা, কাঁকসাঃ- শুক্রবার বিকালে গলসির বিজেপি প্রার্থী বিকাশ বিশ্বাসের সমর্থনে রোড শো করবেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা। হেলিকপ্টারে করে কাঁকসায় আসার পর সেখান থেকে তিনি সড়কপথে রোড শো তে যোগ দেবেন। কাঁকসার ইজ্জতগঞ্জ প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন মাঠে তৈরি করা হয়েছে অস্থায়ী হেলিপ্যাড। সকাল থেকেই কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা এবং কাঁকসা থানার পুলিশ কড়া নিরাপত্তার চাদরে মুড়ে ফেলেছেন গোটা এলাকা। জানা গেছে শুক্রবার দুপুর তিনটে নাগাদ তিনি হেলিকপ্টারে করে এই হেলিপ্যাডে নামবেন। সেখান থেকেই তিনি নির্বাচনী প্রচারে রোড শো করবেন পানাগরের রণডিহা মোড় থেকে পানাগড়ের দার্জিলিং মোড় পর্যন্ত।