সংবাদদাতা,বাঁকুড়াঃ- বাঁকুড়ার জঙ্গল মহলের অন্যতম উৎসব খুটান উৎসব ও মোরগ লড়াই । বছরের অনান্য সময় মোরগ লড়াই হলেও , খুঁটান উৎসবের সূচনা হয় বাঁদনা পরবে , যা রাঢ় বাংলার অন্যতম উৎসব হিসাবে পরিচিত । সেই বাঁদনা পরবের সমাপ্তি হয় রাস পূর্ণিমাতে । এই উপলক্ষ্যে বাঁকুড়ার সারেঙ্গার সাঁকারিয়া গ্রামে বসে মেলা । সেখানে মোরগ লড়াই, ফুটবল প্রতিযোগিতার পাশাপাশি চলে গরু খুঁটান । অন্যদিকে রাতে হয় আদিবাসী নৃত্য ও আদিবাসী গান , যা শুনতে সেখানে ভিড় জমান পাশাপাশি এলাকার মানুষেরাও । আর এই সময় গ্রামে ফেরেন বাইরে থাকা আত্মীয় স্বজনেরাও।