বহরমপুর থেকে সঙ্গীতা চৌধুরীঃ- শিল্পা শেটি আজ 45 বছর বয়সে পা দিলেন। বয়স বাড়লেও গ্ল্যামারে তিনি এখনো হট। অক্ষয় কুমারের সাথে বিচ্ছেদের পর রাজকুন্দ্রাকে বিয়ে করেন শিল্পা। ‘ম্যায় খিলাড়ি তু আনাড়ি’র শুটিং এই শিল্পা অক্ষয় কুমারের বিচ্ছেদ শুরু হয়। অক্ষয় কুমার এরপর টুইঙ্কেল খান্নাকে বিয়ে করেন। ২০০০ সালের একটি সাক্ষাৎকারে শিল্পা তখন সম্পর্ক ভাঙার কারণ হিসেবে অক্ষয় কুমারকেই দোষারোপ করেছিলেন। তিনি বলেছিলেন- অক্ষয় তাকে ব্যবহার করে ছুঁড়ে ফেলে দিয়েছেন। এতে টুইংকেলের কোন দোষ নেই। এরপর ২০০৯ সালের ২২ নভেম্বর শিল্পপতি রাজকুন্দ্রার সঙ্গে সংসার পাতেন শিল্পা শেটি। আজ নায়িকার ৪৫ বছর জন্মতিথিতে তার বিরুদ্ধে ঘর ভাঙ্গার অভিযোগ আনল রাজকুন্দ্রার প্রথম স্ত্রী কবিতা। কবিতা বলেন- বলিউডের নায়িকা শিল্পা শেটি চাইলেই যে কোনো পুরুষকেই বিয়ে করতে পারতেন কিন্তু তিনি ইচ্ছা কৃত তার ঘর সংসার ভেঙে তার স্বামীকে নিয়ে গেছেন। যদিও কবিতার যাবতীয় দাবী নস্যাৎ করে শিল্পাশেটি বলেছেন-একথা পুরোটাই মিথ্যে। অনেক আগেই কবিতার সঙ্গে রাজকুন্দ্রার সম্পর্ক বিচ্ছেদ হয়।বিচ্ছেদের অনেক পরেই শিল্পার সাথে তার যোগাযোগ ও বিয়ে।